পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৮ মার্চ, ২০২৪ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
বিচ হ্যাচারি: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৮ মার্চ, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৬ নভেম্বর, ২০২৩। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (স্পন্সর এবং পরিচালক ব্যতীত) দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
ব্রিটিশ আমেরিকান টোবাকো: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৮ মার্চ, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৩ মার্চ, ২০২৪ তারিখ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৮ মার্চ, ২০২৪ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১২ মার্চ, ২০২৪ তারিখ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
এনভয় টেক্সটাইল: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৮ মার্চ, ২০২৪ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৮ মার্চ, ২০২৪ তারিখ দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।