1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লেনদেন ও দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩১ পিএম

লেনদেন ও দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

  • আপডেট সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
Asiatic

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৬৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। পাশাপাশি লেনদেনের তালিকাতেও শীর্ষস্থান দখল করেছে ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানিটি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (২৪ মার্চ) এশিয়াটিক ল্যাবের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে এবং ৩৩ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেন ও দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

আলোচিত সময়ে দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রূপালী ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৫ দশমিক ৪৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিন দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক ফান্ড, এমারেল্ড অয়েল, শাইনপুকুর সিরামিকস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস এবং এনভয় টেক্সটাইল লিমিটেড।

অন্যদিকে লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেস্ট হোল্ডিংসের ৩১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফু-ওয়াং সিরামিক লিমিটেড।

রোববার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মা, মালেক স্পিনিং, শাইনপুকুর সিরামিকস, এমারেল্ড অয়েল, ওরিয়ন ফার্মা এবং গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ