1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ এএম

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

টানা পতনের পর দ্বিতীয় দিনের মতো আশার আলো নিয়ে সূচকের উত্থানে শেষ হলো পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে তিন শতাধিক কোম্পানির শেয়ারদর। বেড়েছে টাকার অংকে লেনদেন পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৭ টি কোম্পানির মাঝে শেয়ারের দর বেড়েছে ৩০৩ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির।

ডিএসইতে আজ ৬১০ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে ছিলো ৪২২ কোটি ৮৩ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৯ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪১ পয়েন্টে এসেছে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৯৩ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ২৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ