পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
কোম্পানির চেয়ারম্যান মুন্সী সফিউল হকের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, পরিচালক এস এমন রেজোয়ান হোসাইন, আবুল হোসেন, শাকিল রিজভী, শামসুল আলম ভূঁইয়া, মোহাম্মদ বিন কাশেম, শাহরিয়ার আহসান, সারোয়ার কামাল ও স্বতন্ত্র পরিচালক শওকত আলী ওয়ারেসি উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার রাজধানীর কাওরানবাজারে টিসিবি অডিটোরিয়ামে কোম্পানির ৪১তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এ ২২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়।
আলোচ্য সময়ে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ০৮ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭৪ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৫৩ টাকা ২৭ পয়সা।
শেয়ারবার্তা/ সাইফুল