দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) লেনদেনে অংশ নিয়েছে ৪১১টি প্রতিষ্ঠান। এরমধ্যে ৬৯টির দর বেড়েছে, ৩০১টির দর কমেছে, ৩১টির দর অপরিবর্তিত ছিল এবং ১০টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০.৩৩ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এস. এস. স্টিলের ২৫.৫৮ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ২১.৫২ শতাংশ, গোল্ডেন সনের ২১.৪৭ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১৪.৪০ শতাংশ, ডমিনেজ স্টিলের ১৩.৫৫ শতাংশ, আরামিট লিমিটেডের ১২.৯৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১২.৭২ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১০.৫৭ শতাংশ এবং বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ১০.১০ শতাংশ।