1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৯ পিএম

দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন

  • আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
Golden son--

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১০ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টি বা ২১.০৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে গোল্ডেন সনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.১০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২১.০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গোল্ডেন সন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯.৯২ শতাংশ, সেন্ট্রার ফার্মার ৭.৪৬ শতাংশ, জিকিউ বলপেনের ৭.০৯ শতাংশ, কাট্রালি টেক্সটাইলের ৬.০৮ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.১৮ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৫.১২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৪.৬৯ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৬৩ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ