1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ বিজয়ীরা পেলেন পুরস্কার
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পিএম

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ বিজয়ীরা পেলেন পুরস্কার

  • আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

‘ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে র‍্যাফল ড্রতে বিজয়ী ৩২ জনের হাতে এ পুরস্কার দেওয়া হয়। শনিবার (৯ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হয় এ আয়োজন।

প্রথম পর্বের প্রথম থেকে ষষ্ঠ বিজয়ী যারা পুরস্কার পেয়েছেন: ঢাকার মতিঝিল থেকে কাজী একরামুল হক একটি ওয়ালটন রেফ্রিজারেটর; ঢাকার ধানমন্ডি থেকে হাবিব একটি ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি; চট্টগ্রামের খুলশী থেকে মো. ইমরান চৌধুরী একটি ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি; ঢাকার উত্তরা থেকে হামিদা একটি ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন; নোয়াখালীর বজরা থেকে অহন ও আঁখি এবং ঢাকার তেজগাঁও থেকে জুবায়ের আহমেদ তানভীর তিনজনের প্রত্যেকে একটি করে ওয়ালটন রাইস কুকার; কুমিল্লার লাকসাম থেকে জসিম উদ্দিন, ঢাকার ঠাটারীবাজার থেকে ইসরাত জাহান স্মৃতি এবং যাত্রাবাড়ী থেকে মাইমুনা আক্তার মীম তিনজনের প্রত্যেকে একটি করে ওয়ালটন ব্লেন্ডার।

দ্বিতীয় এবং মেগা ড্রর প্রথম থেকে সপ্তম বিজয়ী যারা পুরস্কার পেয়েছেন: ঢাকার কাঁঠালবাগান থেকে মো. রাসেল এবং বগুড়ার সোনাতলা থেকে ফারদীন হক আবরাজ দুজনের প্রত্যেকে একটি করে দেড় টনের ওয়ালটন এয়ারকন্ডিশনার; ঢাকা থেকে জুঁই এবং চট্টগ্রামের চন্দনাপুরা থেকে প্রীতম রক্ষিত দুজনের প্রত্যেকে একটি করে ওয়ালটন রেফ্রিজারেটর; ঢাকার খিলগাঁও থেকে এ কে এম মুস্তাফিজুর রহমান এবং ফেনীর তানজিনা আক্তার দুজনের প্রত্যেকে একটি করে ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি; ঢাকার বাসাবো থেকে রাজু ইসলাম ও মিরপুর থেকে শারমিন আক্তার রিয়া দুজনের প্রত্যেকে একটি করে ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি; ঢাকার সাভার থেকে মো. সিয়াম ও বনগ্রাম থেকে সানজিদা ইয়াসমিন দুজনের প্রত্যেকে একটি করে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন; ঢাকার আগারগাঁও থেকে বেলাল মোহাম্মদ ও মিরপুর থেকে মো. আসিফ মিয়া, চট্টগ্রামের মোমিন রোডের প্রিয়ন্তী বড়ুয়া, ঘাটফরহাদবেগ থেকে অভিজিৎ চক্রবর্তী ও পটিয়া থেকে সমীর ভট্টাচার্য এবং ঢাকার রামপুরা থেকে মো. তানজিল মোল্লা এই ছয়জনের প্রত্যেকে একটি করে ওয়ালটন রাইস কুকার; চট্টগ্রামের লোহাগড়া থেকে সুমন, ঢাকার মোহাম্মদপুর থেকে সাদিয়া রহমান ও মিরপুর থেকে নাছরীন, নোয়াখালীর বজরা থেকে আঁখি, ঢাকার সাভার থেকে সামিয়া ও উত্তরা থেকে মো. আদম আলী খোকন এই ছয়জনের প্রত্যেকে একটি করে ওয়ালটন ব্লেন্ডার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, অ্যাডিশনাল অপারেটিভ অগাস্টিন সুজন বাড়ৈ, সিনিয়র ডেপুটি ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।

আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মুনির হাসান, বিজ্ঞাপন উপদেষ্টা রশিদুর রহমান সবুর, বিজ্ঞাপন বিভাগের উপ-মহাব্যবস্থাপক হুমায়ুন কবীর, সহকারী মহাব্যবস্থাপক মো. হাসান তারেক, জ্যেষ্ঠ ব্যবস্থাপক মনিরুজ্জামান প্রমুখ।

এবারের বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং প্রথম আলোর উদ্যোগে পাঠকদের জন্য আয়োজন করা হয়েছিল ‘ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ’। গত ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘কুপন’ পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে পাঠকেরা কুইজে অংশ নেন।

পাঠকের জমা দেওয়া কুইজের কুপন থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২৮ ডিসেম্বর প্রথম আলো কার্যালয়ে র‍্যাফল ড্রর মাধ্যমে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বেছে নেওয়া হয় বিজয়ীদের।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ