1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২৫ এএম

দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
Golden son--

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৫ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১০২টি বা ২৫.৬৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে গোল্ডেন সনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫.৭০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৭.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ৯.৫৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে গোল্ডেন সন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফু-ওয়াং সিরামিকের ৭.৩৭ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৭০ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৪.৭৪ শতাংশ, বিচ হ্যাচারির ৪.৭১ শতাংশ, বিডি অটোকার্সের ৩.৮২ শতাংশ, বঙ্গজের ৩.৬১ শতাংশ, অলিম্পিক ইন্ডাসট্রিজের ৩.৪৯ শতাংশ, ফরচুন সুজের ৩.৩৫ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের ৩.৩৩ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ