পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক ফাস্ট এমসিএল মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ আরো ১০ বছর বাড়ানো হয়েছে। সম্পদ ব্যবস্থাপক আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড কর্তৃক পরিচালিত হয় ফান্ডটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ক্লোজ ইন্ড মিউচ্যুয়াল ফান্ডটির মেয়াদ জানুয়ারি ২৪ ২০৩০ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ১০ বছর মেয়াদি হিসেবে ২০১০ সালে মিউচ্যুয়াল ফান্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধনী এ ফান্ডটির বর্তমান ইউনিট দর ফেসভ্যালুর অনেক নিচে অবস্থান করছে (৪ টাকা ৮০ পয়সা)। মোট ১০ কোটি ইউনিটের মধ্যে ফান্ডটির স্পন্সর পরিচালকদের কাছে রয়েছে ২০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫৬.৯৫ শতাংশ, বিদেশি ১.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২১.৫১ শতাংশ ইউনিট। ফান্ডটি গত ৪ বছর ধরে ৭ শতাংশ করে নগদ লভাংশ দিয়ে আসছে।
শেয়ারবার্তা/ সাইফুল