পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকমের লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এবছর শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সুগন্ধা কনভেনশন হলে অনুষ্ঠিত কোম্পানির ২৩ তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।
এজিএমে সভাপতিত্ব করেন বিডিকমের চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক কুররাতুল আন সিদ্দিকি, কামরুন্নাহার বেগম এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এসএম গোলাম ফারুক আলমগীর।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছরে ছিলো ১ টাকা ৬৩ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৪ টাকা ৮১ পয়সা।
কোম্পানির চেয়ারম্যান বলেন, ব্যবসা সম্প্রসারণে আমাদের কোম্পানিকে মিরসরাইয়ের স্পেশাল ইকোনমিক জোনে ১ একর জায়গা দিয়েছে সরকার। এটা নিয়ে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কিন্তু এ প্রক্রিয়া অনেক দীর্ঘ মেয়াদী। তিনি আরো জানান কৃষি যন্ত্রপাতিতে নতুন প্রযুক্তি সংযুক্ত করার চিন্তা করছে বিডিকম।
শেয়ারবার্তা/ সাইফুল