1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ডিএসইর সাথে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৪:৩২ এএম

ডিএসইর সাথে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
Mustafa_Kamal-DSE

চলমান সংকট নিরসনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাথে অর্থমন্ত্রী এ এইচ এম মোস্তফা কামাল বৈঠকে বসবে আগামী ২ জানুয়ারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ওইদিন বিকাল ৩টায় অর্থমন্ত্রীর সাথে ডিএসইর বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের স্থান এখনো নির্ধারণ করা হয়নি।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, শেয়ারবাজারের গত কয়েক মাসের পতনে বিনিয়োগকারীদের আস্থা তলানিতে। দেখা দিয়েছে তারল্য সংকট। এমতাবস্থায় শেয়ারবাজারের উন্নয়নে করণীয় নিয়ে আলোচনার জন্য ডিএসইর পক্ষ থেকে অর্থমন্ত্রীকে আহবান করা হয়। এতে অর্থমন্ত্রী আগামি ২ জানুয়ারি আলোচনার জন্য সদয় অবগতি জানিয়েছেন।

তিনি জানান, অর্থমন্ত্রীর সঙ্গে সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তারল্য সংকট কাটাতে আমরা সরকারের সহযোগিতার কথা বলব। একইসঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য সুশাষন বৃদ্ধিতে অর্থমন্ত্রীকে শেয়ারবাজারে নজড়দারি বাড়ানোর আহবান করব।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ