1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
জেড ক্যাটাগরির কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার লেনদেনে বিএসইসি’র নিষেধাজ্ঞা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১১ পিএম

জেড ক্যাটাগরির কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার লেনদেনে বিএসইসি’র নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির উদ্যোক্তা (Sponsor) ও পরিচালকদের শেয়ার লেনেদেনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিএসইসি এই সংক্রান্ত একটি নির্দেশন জারি করেছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

নির্দেশনা অনুসারে, কোনো জেড ক্যাটাগরির কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন ছাড়া তার কোম্পানির শেয়ার লেনদেন করতে পারবে না। তারা তাদের নামে থাকা ওই কোম্পানির শেয়ার বিক্রি করতে পারবেন না; একইভাবে ওই কোম্পানির শেয়ার কিনতেও পারবেন না তারা।

নির্দেশনা অনুসারে, শুধু শেয়ার বিক্রি নয়, জেড ক্যাটাগরির কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা তার শেয়ার অন্য কারো নামে স্থানান্তরও করতে পারেন না।

তবে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

আলোচিত নির্দেশনায়, কিছু শর্ত পরিপালনে ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে স্টক এক্সচেঞ্জকে।

সাম্প্রতিক সময়ে বাজারে উৎপাদন বন্ধ থাকা ও দুর্বল মৌলের কয়েকটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ