1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিদায়ী সপ্তাহে ডিএসই’তে লেনদেন বেড়েছে ৮৪ শতাংশ
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

বিদায়ী সপ্তাহে ডিএসই’তে লেনদেন বেড়েছে ৮৪ শতাংশ

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
dse

বিদায়ী সপ্তাহে (৪ ফেব্রুয়ারি-৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেনও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে শেয়ার লেনদেন বেড়েছে ৮৪ শতাংশ। পাশাপাশি আলোচ্য সময়ে এক্সচেঞ্জটির বাজার মূলধনও বৃদ্ধি পেয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৫৯ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৭৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও বেড়েছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ বেড়েছে ২১ দশমিক ৪৫ পয়েন্ট ও শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ২৪ দশমিক ৩৯ পয়েন্ট।

বিদায়ী সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে ৮ হাজার ৪৭৫ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৮৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে তিন হাজার ৮৯০ কোটি ৪৫ লাখ ৯০ হাজার টাকা বা ৮৪ দশমিক ৮৬ শতাংশ।

লেনদেনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৬ হাজার ৪১৯ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ২৮৭ টাকা বা ২ দশমিক ১৭ শতাংশ। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ১১৯ টাকায়।

সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজারে ৩৯৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ১৮টির শেয়ারদর ছিল অপরিবর্তিত। দর কমেছে ৩৮টির, বিপরীতে ৩৪০ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ