শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড শরীয়াহভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম শুরু করার অনুমতি পেয়েছে । ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর অধীনে এ কার্যক্রম চলবে। কোম্পানিটিকে শরীয়াহভিত্তিক ব্যবসা শুরু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এর আগে কোম্পানি শরীয়াহভিত্তিক ব্যবসা করার লক্ষে ইসলামিক ফিন্যান্স উইন্ডো চালু করার সিদ্ধান্ত জানিয়েছিল। এ জন্য নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিতে চেয়েছিল।