1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
মন্দার শেয়ারবাজারে ফুরফুরে মেজাজে ১২ কোম্পানি
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ এএম

মন্দার শেয়ারবাজারে ফুরফুরে মেজাজে ১২ কোম্পানি

  • আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
dse

ফ্লোর প্রাইস প্রত্যাহারে গত সপ্তাহে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা এক ধরনের হতাশার মধ্যে রয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৮০ পয়েন্টের বেশি। আলোচ্য সপ্তাহে ৩০৮টি প্রতিষ্ঠানের দর কমেছে। এরমধ্যে ৭৬টি প্রতিষ্ঠানের দর কমেছে ২০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

এমন অবস্থায়ও ‘বি’গ্রুপের ১২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ থেকে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত। শেয়ারদর বাড়াতে এসব কোম্পানির বিনিয়োগকারীরা পতনের বাজারেও ফুরফুরে মেজাজে রয়েছে।

কোম্পানিগুলো হলো-খান ব্রাদার্স, ইনটেক, মিরাকল ইন্ডাষ্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, ফু-ওয়াং ফুড, অলিম্পিক অ্যাক্সেসরিজ, সিম টেক্সটাইল, ইভিন্স টেক্সটাইল, এক্সপ্রেস ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স ও আইএসএন লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ফুরফুরে মেজাজে রয়েছে খান ব্রাদার্সের বিনিয়োগকারীরা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৯.৬২ শতাংশ।

এরপর খোস মেজাজে রয়েছে ইনটেকের বিনিয়োগকারীরা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৯.২০ শতাংশ।

আলোচ্য সপ্তাহে মিরাকল ইন্ডাষ্ট্রিজের দর বেড়েছে ২৩.৭০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ২২,০৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৯.৫৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৬.৯১ শতাংশ, অলিম্পিক অ্যাক্সেসরিজের ১৩.৭৩ শতাংশ, সিম টেক্সটাইলের ১৩.৫৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১৩.৭০ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ১১.৯৬ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ১১.২১ শতাংশ এবং আইএসএনের ১০.৬৫ শতাংশ।

এছাড়া, ‘বি’ গ্রুপের বিডি থাই অ্যালুমিনিয়ামের দর বেড়েছে ৯.০৯ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৯.৫৫ শতাংশ, প্যাসেফিক ডেনিম-পিডিএলের ৭.৮৭ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৬.২৫ শতাংশ এবং তশরিফা ইন্ডাষ্ট্রিজের ৬.১০ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে এসব কোম্পানির শেয়ারদর বাড়াতে কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা বড় পতনের মধ্যেও কিছুটা স্বস্তিতে রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ