1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারের চার প্রতিষ্ঠানের ২১৭ কোটি টাকা লাপাত্তা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ পিএম

পুঁজিবাজারের চার প্রতিষ্ঠানের ২১৭ কোটি টাকা লাপাত্তা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

‘এরশাদ ব্রাদার্স করপোরেশন’ নামে ভুয়া প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে পুঁজিবাজারের চার প্রতিষ্ঠান থেকে ২১৭ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের ঘটনায় ছয় ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানগুলো হল-এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সোমবার দুদকের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বে একটি টিম দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্র জানায়, একসময় রাজশাহীতে রিকশাচালক হিসেবে জীবন নির্বাহ করতেন জনৈক এরশাদ আলী। এরপর তিনি বালুর ব্যবসা শুরু করেন। ২০১৫ সালে তিনি কয়েকজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে জড়িত হয়ে ‘এরশাদ ব্রাদার্স করপোরেশন’ নামক একটি প্রতিষ্ঠান সৃষ্টি করেন। ২০১৬ সালে থেকে তিনি এরশাদ ব্রাদার্স করপোরেশনের কাগজপত্র ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে বেসরকারি তিনটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ২১৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত্ করে চক্রটি।

জানা যায়, ২০১০-২০১৬ সালের মধ্যে এবি ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা থেকে ১৩৯ কোটি টাকা, ব্র্যাক ব্যাংক থেকে ১৫ কোটি ৫ লাখ ২৭ হাজার টাকা, সাউথইস্ট ব্যাংক থেকে ৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা এবং ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ২৯ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে এরশাদ ব্রাদার্স করপোরেশন।

দুদক টিম ২১৭ কোটি টাকা আত্মসাতের বিষয়ে কয়েক জন ব্যাংক কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ