বিদায়ী সপ্তাহে (২১-২৫ জানুয়ারি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে আগ্রহ কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানে। এগুলো হলো- জিএসপি ফাইন্যান্স, এমএল ডাইং, মতিন স্পিনিং, আইপিডিসি ফাইন্যান্স, বিডি ল্যাম্পস এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ। এই ৬ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের আগ্রহ কমায় উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতন বা লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে জিএসপি ফাইন্যান্স।
সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ৪০.৫৯ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ প্রতিষ্ঠানের ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি লুজার তালিকার নবম অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৩৪.৪৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানের ২২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এমএল ডাইং।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৮.৭১ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৬ কোটি ২৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার শীর্ষে স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪০.৩১ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে মতিন স্পিনিং মিলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৮.৪০ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ১০ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২ কোটি ৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৩৮.১৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে আইপিডিসি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৮.০২ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ১৬ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৩ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে প্রতিষ্ঠানটি লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৩৮.৭৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার নবম স্থানে অবস্থান করছে বিডি ল্যাম্পস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪.৩০ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৭৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে কোম্পানিটি লুজার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৩৫.২৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর পতন বা লুজার তালিকার দশম স্থানে অবস্থান করছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪.১৭ শতাংশ দর কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ২ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৫৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে প্রতিষ্ঠানটি লুজার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৩৫.২৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।