সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টি বা ২১.৮৫ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিকদার ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৯.৮৬ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.৭০ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯.১৮ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৭.৯৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৬.৭৫ শতাংশ, ইনটেক লিমিটেডের ৬.৫২ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৫.৯৭ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি’র ৪.৮০ শতাংশ।