1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
'দর বৃদ্ধির জন্য কিছু থাকলে সেটা করতে পারি'
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

‘দর বৃদ্ধির জন্য কিছু থাকলে সেটা করতে পারি’

  • আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
aci-formulaton

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফরমুলেশন আজ সোমবার কোম্পানির ২৩ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এ সভায় এসিআই ফরমুলেশনের চেয়ারম্যান এম আনিস উদ দোলা বলেন, আমরা ব্যবসাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং ব্যবসায় যেভাবে প্রবৃদ্ধি বাড়ছে তাতে শেয়ারের দাম বৃদ্ধি পাওয়া উচিত। আজ সোমবার কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থপরা পরিচালক শুসমিতা আনিস, পরিচালক আরিফ দোলা, নাজমা দোলা, স্বতন্ত্র পরিচালক আবদুল মুয়ীদ চৌধুরী। এছাড়া কোম্পানি সিএফও, সেক্রেটারী ও শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

কোম্পানিটির চেয়ারম্যান বলেন, কোম্পানি ভালো করছে কিন্তু শেয়ারের দাম কেন কমছে সেটা আমার জানা নাই। তবে কোম্পানি যেভাবে ভালো করছে তাতে শেয়ার দাম বৃদ্ধি পাওয়া উচিত। শেয়ারের দাম বৃদ্ধিতে আমাদের কিছু করার নেই। আমরা কোম্পানির ভালোর জন্য কিছু থাকলে সেটা করতে পারি।

এজিএম এ শেয়ারহোল্ডাররা বাজারে বর্তমানে শেয়ারের দর নিয়ে হতাশা প্রকাশ করেন। এবং ভবিষ্যৎ এ আর বেশি করে লভ্যাংশ প্রদান করার সুপারিশ করেন। শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির লভ্যাংশ অনুমোদনসহ মোট ৪টি এজেন্ডা অনুমোদন করেন।

কোম্পানি গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৯০ পয়সা। এবং কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৫৪ টাকা ৯৬ পয়সা।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ