1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি পেল লংকাবাংলা
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০২:২৯ এএম

বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি পেল লংকাবাংলা

  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
lankabangla-securities

শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির বন্ড ইস্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেয়েছে। কোম্পানিটি ব্যক্তি, কর্পোরেট এবং এসএমই খাতে ঋণ প্রদান করার জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯২তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়। ২০০ কোটি টাকা মূল্যের এ বন্ড চতুর্থ প্রাইভেটলি প্লেসড নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেম্বল, জিরো কুপন বন্ড। বন্ডটির কুপন হার ৯-১০ শতাংশ।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে লংকাবাংলা ফাইন্যান্স ব্যক্তি, কর্পোরেট এবং এসএমই খাতে ঋণ প্রদান করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ