1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
৩৬ বছর পর অডিটর পরিবর্তন করল ডিএসই
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০২:২৮ এএম

৩৬ বছর পর অডিটর পরিবর্তন করল ডিএসই

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

দীর্ঘ ৩৬ বছর পর অবশেষে অডিটর পরিবর্তন করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এর আগে, স্বচ্ছতা এবং বৈচিত্র্য নিশ্চিত করার জন্য এ কাসেম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দেশের প্রধান স্টক এক্সচেঞ্জের নিরীক্ষক ছিল। ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব-নিকাশ অডিট করার জন্য হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে নিয়োগ করেছে ডিএসই।

গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত ডিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অডিটর পরিবর্তনের অনুমোদন দেয়।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, এজিএমে শেয়ারহোল্ডাররা অডিটর পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন এবং আগামী অর্থবছরের জন্য একজন নতুন অডিটর নিয়োগ করা হয়েছে।

এদিকে, শেয়ারহোল্ডাররাও ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। আগের অর্থবছরে ডিএসই তার শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

ডিএসইর বার্ষিক প্রতিবেদন অনুসারে, শেয়ারবাজারের অস্থিরতা এবং ফ্লোর প্রাইসের কারণে লেনদেন কম হয়েছে। ফলে ২০২২-২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটি রাজস্ব এবং মুনাফায় উল্লেখযোগ্য পতন হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য অর্থবছরে ডিএসইর রাজস্ব ২৫ শতাংশ কমে ২৩৮ কোটি টাকা হয়েছে। কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৮০ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৩৫ শতাংশ কম।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ