পুজিবাজার তালিকাভুক্ত গ্রিণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ ২২ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১১তম সভায় উল্লেখিত দুই ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের পরিবর্তনের বিষয়টি অনুমোদিত হয়।
এর আগে ফান্ড দুইটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড দায়িত্ব পালন করেছে। এল.আর গ্লোবাল ফান্ড দুইটির দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় সম্পদ ব্যবস্থাপক পরিবর্তন করা হয়েছে।
বিএসইসি সূত্র জানায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা,২০০১ এর বিধি ৩১ মোতাবেক গ্রিণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড (৭০.১০ শতাংশ ইউনিটহোল্ডার ) এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের (৭২.৭৫ শতাংশ ইউনিটহোল্ডার) দুই-তৃতীয়াংশের বেশি ইউনিট মালিকগণের লিখিত মতামত এবং ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) আবেদনের প্রেক্ষিতে এই দুই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক পরিবর্তন করা হয়েছে।
মূলত ফান্ড ব্যবস্থাপনায় ব্যর্থ হওয়ায় সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশকে বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
শেয়ারবার্তা/ সাইফুল