1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
৮ কোম্পানির বোর্ড সভা আজ
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ এএম

৮ কোম্পানির বোর্ড সভা আজ

  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
board-metting

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, আনলিমা ইয়ার্ন ডাইং, আরএন স্পিনিং, ফার কেমিক্যাল, আরামিট সিমেন্ট, সোনালী আঁশ, কুইন সাউথ টেক্সটাইল মিলস এবং আরামিট।

প্রাপ্ত তথ্যমতে, বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় সাভার গলফ ক্লাব, ক্যান্টনমেন্ট আশুলিয়া, সাভারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে কুইন সাউথ টেক্সটাইল ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।২০১৮ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে রয়েছে।

তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এজিএম আজ সকাল ১০টায় অফিসার্স ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের এজিএম সকাল সাড়ে ১০টায় ফ্যাক্টরি প্রাঙ্গণ, কর্ণপাড়া, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আরএন স্পিনিং মিলস লিমিটেডের এজিএম আজ বেলা সাড়ে ১১টায় লালমাই অডিটরিয়াম, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বিএআরডি) কোর্টবাড়ী, কুমিল্লায় অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আর.এন.স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম আজ দুপুর সাড়ে ১২টায় লালমাই অডিটরিয়াম, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বিএআরডি) কোর্টবাড়ী, কুমিল্লায় অনুষ্ঠিত হবে।৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফার কেমিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

আরামিট সিমেন্ট লিমিটেডের এজিএম আজ সকাল সাড়ে ১০টায় চিটাগাং ক্লাব, এস.এস. খালেদ রোড, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আরামিট সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম আজ বেলা সাড়ে ১১টায় ১৯৩, ফকিরাপুল, ঢাকা অনুষ্ঠিত হবে।৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোনালী আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

অ্যারামিট লিমিটেডের এজিএম আজ সকাল সাড়ে ৯টায় চিটাগাং ক্লাব, এস.এস.খালেদ রোড, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অ্যারামিট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ