1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সেপ্টেম্বরে বিও বেড়েছে সাড়ে ৩ হাজার
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম

সেপ্টেম্বরে বিও বেড়েছে সাড়ে ৩ হাজার

  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
bo-account

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসেও পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে। সেপ্টেম্বর মাসে পুঁজিবাজারে ৩ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের শেষ দিন পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৭ লাখ ৫০ হাজার ৫৮৫টি। আর আগস্ট মাসের শেষ দিন বিও হিসাব ১৭ লাখ ৪৬ হাজার ৯৬১টিতে দাঁড়ায়। অর্থাৎ সেপ্টেম্বর মাসে ৩ হাজার ৬২৪টি বিও হিসাব বেড়েছে।

সেপ্টেম্বর মাসে পুরুষদের বিও ২ হাজার ৮৪২টি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ১০ হাজার ২৪০টিতে। আগস্ট মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৩ লাখ ৭ হাজার ৩৯৮টিতে।

আর সেপ্টেম্বর মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৬২২টি বেড়ে চার লাখ ২৩ হাজার ৭৩৭টিতে দাঁড়িয়েছে। আগস্ট মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ২৩ হাজার ১১৬টিতে।

সেপ্টেম্বর মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৬০টি। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৬০৭টিতে। আর আগস্ট মাসে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০৭টিতে।

সেপ্টেম্বর মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে সেপ্টেম্বর মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৮ হাজার ৪৭৭টিতে। যা আগস্ট মাসের শেষ দিন ছিল ১৬ লাখ ৭৫ হাজার ৫৩টিতে।

সেপ্টেম্বর মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৫৫ হাজার ৫০১টিতে। আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫৫ হাজার ৪৬১টিতে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ