1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
অগ্নিকান্ডে জাহিন স্পিনিংয়ের উৎপাদন বন্ধ
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ পিএম

অগ্নিকান্ডে জাহিন স্পিনিংয়ের উৎপাদন বন্ধ

  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

কারখানায় অগ্নিকান্ডে পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিংয়ের প্রায় ১০-১২ কোটি টাকার বা শেয়ারপ্রতি প্রায় ১ টাকা ক্ষতি হয়েছে। এছাড়া বন্ধ হয়ে গেছে উৎপাদন কার্যক্রম। তবে মেশিনারীজ তেমন ক্ষতিগ্রস্থ না হওয়ায় দ্রুত উৎপাদনে ফেরার আশা করছেন কোম্পানি কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঝাউগড়া এলাকায় জাহিন স্পিনিংয়ের একমাত্র কারাখানায় আগুন লাগে। যা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রনে আসে।

এ বিষয়ে জাহিন স্পিনিংয়ের সচিব মহিন উদ্দিন বিজনেস আওয়ারকে বলেন, শুক্রবার সকালে কারখানায় আগুন লাগে। যা কাচাঁমাল তুলার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বিশেষ করে কাচাঁমালের ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরিমাণও প্রায় ১০-১২ কোটি টাকা। তবে মেশিনারীজ ক্ষয়ক্ষতির কবলে পড়েনি বলে মনে হচ্ছে। তারপরেও পরীক্ষা করার পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে উৎপাদিত পণ্যের টেম্পারাচার নষ্ট হয়ে গেছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। হয়তো বিক্রি করার সময় বিষয়টি জানা যাবে। টেম্পারাচার নষ্ট হলে ক্ষতির পরিমাণ বাড়বে।

তিনি বলেন, কারখানার কাছেই ছিল ফায়ার সার্ভিসের অফিস। তারা দ্রুত চলে আসে। এছাড়া আমাদের ফায়ার সার্ভিসের উপর প্রশিক্ষনপ্রাপ্ত কর্মী বাহিনী ছিল। এসব কারনে আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।

কারখানার কাচাঁমাল বীমা করা না থাকলেও মেশিনারীজ বীমার আওতায় ছিল বলে জানান মহিন উদ্দিন। তিনি জানান, বর্তমানে কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এই সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। কিন্তু পুরোদমে উৎপাদন সম্ভব হবে না। এক্ষেত্রে আংশিক মেশিন দিয়ে উৎপাদন শুরু করা হবে। পরবর্তীতে ধীরে ধীরে পুরোদমে উৎপাদন করা হবে।

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জাহিন স্পিনিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০৮ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানিটির ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ারের বর্তমানে দর রয়েছে ৯.৭০ টাকা।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ