বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের শেয়ারদর গতকাল প্রায় ১০ শতাংশ বেড়েছে। এর ভিত্তিতে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি।
তথ্য অনুসারে, গতকাল লেনদেনের শুরুতে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৬৩ টাকা ৯০ পয়সায়। লেনদেন শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ১৮০ টাকা ১০ পয়সায়। সে হিসাবে দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ। গতকাল কোম্পানিটির মোট ৫ লাখ ৬৯ হাজার ৭৪৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৯ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৫ পয়সা। তবে সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৫৯ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ২১ পয়সায়।