1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
হেলিকপ্টার ব্যবসায় নামছে এসিআই
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ এএম

হেলিকপ্টার ব্যবসায় নামছে এসিআই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
ACI-Limited

এসিআই দেশের শীর্ষস্থানীয় একটি শিল্প গ্রুপ। এ গ্রুপের অধীনে ওষুধ ব্যবসা থেকে শুরু করে হেলথ কেয়ার, লবণ, প্লাস্টিক, কৃষি, ভোগ্যপণ্য, চাসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। এখন নতুন করে এভিয়েশন ব্যবসায় যুক্ত হতে যাচ্ছে কোম্পানিটি। জানা গেছে, শুরুতে ছোট পরিসরে বাণিজ্যিকভাবে হেলিকপ্টার ব্যবসা শুরু করবে তারা। পরে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়ানো হবে।

এ জন্য নতুন যে কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার পরিশোধিত মূলধন হবে ১ কোটি টাকা। আর অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা। পরে ধীরে ধীরে মূলধন ও ব্যবসার পরিধি বাড়ানো হবে।

নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টায় ব্যবসায় যুক্ত হচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এসিআই। এ জন্য নতুন সাবসিডিয়ারি কোম্পানি খুলবে শিল্প গ্রুপটি। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে তারা।

কোম্পানির নাম হবে এসিআই এভিওনিকস অ্যান্ড এয়ারলাইনস সার্ভিসেস লিমিটেড।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, শুরুতে ভাড়া করা হেলিকপ্টারে এ ব্যবসা শুরুর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। নিজেদের প্রয়োজনের পাশাপাশি বাণিজ্যিকভাবেও এ হেলিকপ্টার ব্যবসা করবে তারা।

নতুন সাবসিডিয়ারি কোম্পানিতে এসিআইয়ের শেয়ার থাকবে ৭৭ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ