1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ এএম

ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত

  • আপডেট সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
largest-banks

শেয়ারবাজারে ব্যাংক খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এতদিন গতিহীন এ খাতের শেয়ারের চার সপ্তাহ ধরে লেনদেন ধীরে ধীরে বাড়ছে। যা এ খাত ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। পাশাপাশি এ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্নও পেয়েছেন বিনিয়োগকারীরা। খাতভিত্তিক শেয়ারের মূল্য-আয় অনুপাতের (পিই রেশিও) দিক দিয়েও ব্যাংক খাতের অবস্থান আকর্ষণীয় পর্যায়ে রয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২২ জুন সমাপ্ত সপ্তাহে গড়ে প্রতিদিন ব্যাংক খাতের ৪০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছিল। পরের সপ্তাহে এটি কিছুটা কমে ৩৮ কোটি টাকায় দাঁড়ায়। তবে ১৩ জুলাই সমাপ্ত সপ্তাহে ব্যাংক খাতে দৈনিক লেনদেন বেড়ে দাঁড়ায় প্রায় ৬৪ কোটি টাকায়। আর সর্বশেষ সমাপ্ত সপ্তাহে ব্যাংকের শেয়ারের দৈনিক গড় লেনদেন ১৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। লেনদেন বাড়ার পাশাপাশি ব্যাংক খাতের শেয়ারে বিনিয়োগকারীদের ইতিবাচক রিটার্নও আসছে। গত চার সপ্তাহে ব্যাংক খাতের রিটার্ন ছিল যথাক্রমে দশমিক ২৪, দশমিক ৫৬, দশমিক ২৩ ও দশমিক ৩৮ শতাংশ। গত সপ্তাহ শেষে দেশের পুঁজিবাজারে ব্যাংক খাতের বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৮ কোটি ৯০ লাখ টাকায়।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪০৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ২৩টির আর অপরিবর্তিত ছিল ১৯৭টির। এছাড়া লেনদেন হয়নি নয়টির।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন ছিল ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ টাকা। এ হিসাবে এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১১ দশমিক ২৩ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ