1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ারদর বেড়েছে রূপালী ব্যাংকের
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পিএম

শেয়ারদর বেড়েছে রূপালী ব্যাংকের

  • আপডেট সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
rupali-bank-limited

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবস লেনদেন শেষে ১৭ দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে ৩৪ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। সপ্তাহের শুরুতে ব্যাংকটির শেয়ারদর ছিল ২৯ টাকা ৪০ পয়সায়।

সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকটির মোট ১৭ কোটি ৫১ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসেবে ব্যাংকটির লেনদেন ছিল ৩ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ৬০০ টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রূপালী ব্যাংকের সুদ বাবদ আয় হয়েছে ৬৮২ কোটি ৪৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৪৯ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির সুদ বাবদ আয় বেড়েছে ১৩২ কোটি ৯১ লাখ টাকা বা ২৪ দশমিক ১৮ শতাংশ। সুদ বাবদ আয় বাড়ার পাশাপাশি এ প্রান্তিকে ব্যাংকের মোট পরিচালন আয় বেড়েছে ১২৭ কোটি ৮৬ লাখ টাকা বা ৪৫ দশমিক ৮৭ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৭ কোটি ৭২ লাখ টাকা বা ৭৯ দশমিক ৫৭ শতাংশ।

আলোচ্য প্রান্তিকে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ পয়সা (পুনর্মূল্যায়িত)। এ বছরের ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএসদাঁড়িয়েছে ৩৬ টাকা ৭৭ পয়সায়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ