1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
স্কয়ার ফার্মার সাথে অ্যারিস্টোফার্মার চুক্তি
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ পিএম

স্কয়ার ফার্মার সাথে অ্যারিস্টোফার্মার চুক্তি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিজেদের বিদ্যমান কয়েকটি পণ্যের বর্ধিত চাহিদা মেটানো এবং নতুন পণ্য বাজারে আনার লক্ষ্যে অ্যারিস্টোফার্মার সঙ্গে চুক্তি করেছে। চুক্তিটি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং চুক্তি (চুক্তিভিত্তিক পণ্য উৎপাদনের চুক্তি)।

গতকাল বুধবার (১২ জুলাই) অনুষ্ঠিত স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদের সভায় এ চুক্তির অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে সভা থেকে পর্ষদের এক স্বতন্ত্র পরিচালককে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্যানুসারে, এ চুক্তির আওতায় অ্যারিস্টোফার্মা তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পনিটির জন্য সেফালোস্পোরিন গ্রুপের পাঁচটি অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন করবে।

এদিকে কোম্পানিটির পর্ষদ থেকে স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউর রহমানকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনিবার্য কারণে এ পরিচালক কোম্পানিটিতে তার দায়িত্ব পালনে অপারগতা জানানোয় এমন সিদ্ধান্ত নিয়েছে স্কয়ার ফার্মা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ