সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল শুধুই বিমা খাতের কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আজ ৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদরও এদিন ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির আজ শেয়ারপ্রতি ৪ টাকা ১০ পয়সা দর বেড়েছে। আর ৮ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।
দরবৃদ্ধি তালিকার শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনরেল ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।