পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে ব্যাংকটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। পরে বেলা সাড়ে ১১টায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এ সভা থেকে ব্যাংকটির নাম পরিবর্তন ও অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন চাওয়া হবে। এজিএম ও ইজিএম-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২১ মে।
ব্যাংকটি ১০ টাকা মূল্যে ১০০ কোটি সাধারণ শেয়ারের বিপরীতে বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন রয়েছে ১ হাজার কোটি টাকা। ব্যাংকটির পর্ষদ ১০ টাকা মূল্যের ২০০ কোটি সাধারণ শেয়ারের বিপরীতে এ অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পর্ষদ ব্যাংকটির নাম সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের পরিবর্তে এসবিএসি ব্যাংক পিএলসি করার সিদ্ধান্তে অনুমোদন দেয়া হয়েছে।