1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
মন্দা বাজারে ৩ কোম্পানি হল্টেড
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:৫১ পিএম

মন্দা বাজারে ৩ কোম্পানি হল্টেড

  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
holted

আজ ১৪ জুন, বুধবার সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। এ মন্দা বাজারে লেনদেনের শেষ বেলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি শেয়ারের দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর মধ্যে বেশি দর বেড়েছে আজিজ পাইপস লিমিটেডের। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ৯৭ টাকা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ৯৭ টাকা ৪০ পয়সায়। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ১০৬ টাকা ৭০ পয়সায়। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ৯ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

এ সময় পর্যন্ত কোম্পানিটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৯টি শেয়ার ১ হাজার ১৫৫ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা।

এছাড়া মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের শেয়ারের সর্বশেষ দর হয়েছে ৩৩ টাকা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩ টাকা বা ১০ শতাংশ এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের সর্বশেষ দর হয়েছে ১১ টাকা ৩০ পয়সা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা বা ৯.৭১ শতাংশ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ