সপ্তাহের দ্বিতীয় কাযদিবস সোমবার (১২ জুন) সূচক কমেছে ৩০ পয়েন্ট। এরই পাশাপাশি কমেছে লেনদেনও। তবে এমন পতনের বাজারেও আজ সর্বোচ্চ শেয়ার লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির। এই তিন কোম্পানির মধ্যে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল, ইন্ট্রাকো এবং আরডি ফুড লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইলের। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ০৭ লাখ ৫৩ হাজার ১৪০টি। যার বাজার মূল্য ১০ কোটি ৯৮ লাখ টাকা।
শেয়ার লেনদেনে আজ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭৫ লাখ ৫৩ হাজার ১২২টি। যার বাজার মুল্য ৩৫ কোটি ৯০ লাখ টাকা।
শেয়ার লেনদেনে আজ তৃতীয় অবস্থানে উঠে এসেছে আরডি ফুড লিমিটেড। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫৬ লাখ ৮১ হাজার ৯৪৩টি। যার বাজার মুল্য ২৯ কোটি ৮২ লাখ টাকা।