পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দশ কোম্পানির শেয়ারে এক শ্রেণির বিনিয়োগকারীর চাহিদা ছিল তুঙ্গে। লেনদেনের এক পর্যায়ে শেয়ারগুলো বিক্রেতা সংকটে হল্টেড হয়ে যায়। দর স্পর্শ করে দিনের সর্বোচ্চ সীমায়। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- অগ্রনী ইন্স্যুরেন্স, বঙ্গজ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সোনালী লাইফ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স।
জানা যায়, আজ অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ টাকা বেড়ে ৪৪ টাকা ১০ পয়সায়, বঙ্গজের দর ১৩ টাকা ৩০ পয়সা বেড়ে ১৪৬ টাকা ৩০ পয়সায়, দেশ জেনারেলের দর ২ টাকা ৯০ পয়সা বেড়ে ৩১ টাকা ৯০ পয়সায়, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দর ৩ টাকা ৭০ পয়সা বেড়ে ৪০ টাকা ৭০ পয়সায়, মেঘনা ইন্স্যুরেন্সের দর ৪ টাকা ৬০ পয়সা বেড়ে ৫১ টাকা ৫০ পয়সায়, মেঘনা লাইফের দর ১১ টাকা ৬০ পয়সা বেড়ে ১২৮ টাকা ২০ পয়সায়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দর ৪ টাকা ৯০ পয়সা বেড়ে ৫৪ টাকা ৩০ পয়সায়, সোনালী লাইফের দর ৯ টাকা ২০ পয়ষা বেড়ে ১০১ টাকা ৪০ পয়সায়, সোনার বাংলা ইন্স্যুরেন্সের দর ৪ টাকা ৬০ পয়সা বেড়ে ৫০ টাকা ৮০ পয়সায় ও ট্রাস্ট ইসলামী লাইফের দর ৫ টাকা ৯০ পয়সা বেড়ে ৬৫ টাকা ৬০ পয়সায় দাঁড়ায়।
এই দশ কোম্পানির শেয়ার দর একদিনে যতটা বাড়া যায় ঠিক ততটাই বেড়েছে।
গতকাল পুঁজিবাজারে ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইনের ওপর টেক্স বসবে এই গুজবে বড় দরপতন হয়। তবে এই ধরনের তথ্যের সত্যতা না থাকায় আজ আবার ঊর্ধ্বমুখী হয়েছে শেয়ারবাজার।
আজ ডিএসইর প্রধান সূচক ২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে উঠে আসে।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৪৭টির ও অপরিবর্তীত ছিল ১৭৮টির দর।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৮২ কোটি টাকা। আগের কার্যদিবস যেখানে লেনদেন হয়েছিল মোট ১ হাজার ৮৬ কোটি টাকা।