পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার মূল্যসংশোধন হলেও লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইর প্রধান সূচক আজ ৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩২ পয়েন্টে দাঁড়ায়। আর লেনদেন হয়েছে মোট ১ হাজার ১৭৪ কোটি ৫৬ লাখ টাকা। আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ৫৮ লাখ টাকা।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১১১টির ও অপরিবর্তীত রয়েছে ১৯৭টি কোম্পানির শেয়ার দর।
আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া দশ কোম্পানি হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ইসলামী লাইফ, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল টি, আলিফ ইন্ডাস্ট্রিজ ও দেশবন্ধু পলিমার।
টপটেন লুজারে ছিল- ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস, মিডল্যান্ড ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, বিজিআইসি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ, পদ্মা লাইফ, প্রাইম লাইফ, মেঘনা কনডেন্সড মিল্ক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাইড লাইনে থাকা অনেক বড় বিনিয়োগকারী বাজারে ফিরছেন। যার ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বাড়ছে। এর ফলে লেনদেনেও গতি ফিরেছে। তবে ফ্লোর প্রাইসে অনেক শেয়ার যদি আটকা না পড়তো তাহলে আরো দুই তিনগুণ বেশি লেনদেন হতো বলে তারা জানান।