1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  3. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
গ্লোবাল হেভী কেমিক্যালের লভ্যাংশ অনুমোদন
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১০:৩৮ এএম

গ্লোবাল হেভী কেমিক্যালের লভ্যাংশ অনুমোদন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। ২০১৮-১৯ হিসাব বছর শেষে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে গ্লোবাল হেভী কেমিক্যাল।

বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে কোম্পানির ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৮ পয়সা। যা আগের বছরের একই সময়ের তুলনায় কম। গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) ছিল ৫৫ টাকা ২১ পয়সা। তবে আগের বছরের একই সময়ে এটা ছিল ৫৪ টাকা ৬৫ পয়সা ।

কোম্পানির ১৮ তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন গ্লোবাল হেভী কেমিক্যালসের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুস সবুর খান। পরিচালক জাকির সুলতান খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাকিব খান। স্বতন্ত্র পরিচালক এনএজি মহিউদ্দিন এবং কোম্পানি সচিব খোন্দকার আহাদুজ্জামান।

শেয়ারবার্তা / সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ