1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আকষ্মিক পতনে হতাশ লেনদেনকারীরা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:২১ পিএম

আকষ্মিক পতনে হতাশ লেনদেনকারীরা

  • আপডেট সময় : রবিবার, ২১ মে, ২০২৩
share-down-tread
Stock market declines

গত সপ্তাহে বাজার ঊর্ধমুখী থাকায় আজ সপ্তাহের প্রথম কার্যদিবসেও বিনিয়োগকারীদের আশা ছিলো তারা দেখতে পাবেন ঊর্ধমুখী বাজার। আশা দিয়ে শুরু হলেও বিনিয়োগকারীদের হতাশায় ফেলে আকষ্মিক পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের প্রথম দিনের লেনদেন। কমেছে টাকার অংকে লেনদেনও।

রোববার ডিএসইতে ৮১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন তুলনায় ১২১ কোটি ১৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২২ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ