1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
লভ্যাংশ তলানিতে নেমে যাওয়ায় ফুওয়াং ফুডের বিনিয়োগকারীরা ক্ষুব্ধ
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৩:০১ পিএম

লভ্যাংশ তলানিতে নেমে যাওয়ায় ফুওয়াং ফুডের বিনিয়োগকারীরা ক্ষুব্ধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

গত কয়েকবছর ধরে শুধু বোনাস লভ্যাংশ দিয়ে আসছে ফুওয়াং ফুড লিমিটেড। নগদ লভ্যাংশ না পেয়ে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। অবশেষে এবছর নগদ ২ শতাংশ লভ্যাংশ দিয়েছে ফু ওয়াং ফুড। তবে এ বছর লভ্যাংশ তলানিতে নেমে যাওয়ায় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিনিয়োগকারীরা।

‘আপনারা নগদ লভ্যাংশ চেয়েছিলেন আমরা সেটা শুরু করেছি। আমরা আগামীতে আরো বেশি দেওয়ার চেষ্টা করবো। আমরা যেহেতু নগদ লভ্যাংশ দেয়া শুরু করেছি, নগদ লভ্যাংশই চলবে’ বলে জানান ফু ওয়াং ফুডের চেয়ারম্যান আব্দুল কাদের।

ফু ওয়াং ফুড লিমিটেডের বিনিয়োগকারীরা কোম্পানির মার্কেটিং পলিসি বিপ্লব করার জন্য কোম্পানির প্রতি অনুরোধ জানান। বাজারে পণ্যের চাহিদা থাকলেও তা পাওয়া যায় না বলে বিনিয়োগকারীরা অভিযোগ করেন।

বিনিয়োগকারীদের নানা অভিযোগ ও সমালোচনার প্রেক্ষিতে কোম্পানির চেয়ারম্যান এ কথা বলেন ।আজ বুধবার রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ অনুমোদন দেয়।

কোম্পানি ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৬৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬ কোটি ১৩ লাখ ৭৬ হাজার টাকা। এ হিসাবে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২ কোটি ৫২ লাখ টাকা।

আলোচ্য সময়ে ফু ওয়াং ফুডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৫ পয়সা। এ হিসাবে সমাপ্ত হিসাব বছরে ইপিএস বেড়েছে ২৩ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৫৬ পয়সা।

ফু ওয়াং ফুড লিমিটেডের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ আহমেদ চৌধুরী, পরিচালক আসিফ মাসুদ মোহাম্মদ ইকবাল, স্বাধীন পরিচালক কাজী তোফাজ্জেল হোসেন ও সৈয়দ জিসান। বার্ষিক সাধারণ সভার সঞ্চালনা করেন কোম্পানির সেক্রেটারি মো. শরীফ আল মাহমুদ।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ