পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলস লিমিটেডের টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কোম্পানিটির নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের আর্থিক বিবরণীতে এ সংশয় প্রকাশ করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান কাজী জহির খান অ্যান্ড কোম্পানি। ওই হিসাব বছর শেষে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৬২৫ কোটি টাকা।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রিং শাইন টেক্সটাইলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৭৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১০০ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩ টাকা ২৩ পয়সায়।
নিরীক্ষকের মতামত অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে রিং শাইন টেক্সটাইলসের পরিচালন নগদ প্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক ৩২ কোটি ৪৯ লাখ টাকা। অন্যদিকে ব্যয় ও ঋণ পরিশোধ না করার কারণে কোম্পানিটির দায়ের পরিমাণ বেড়ে ১২৩ কোটি ৮৭ লাখ টাকা হয়েছে। ২০২১-২২ ও ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির যথাক্রমে ১৬ কোটি ৭৭ লাখ ও ৬৯ কোটি ৪ লাখ টাক গ্রস লোকসান হয়েছে। অপর্যাপ্ত ক্রয়াদেশ ও তহবিলের স্বল্পতার কারণে রক্ষণাবেক্ষণ করতে দেরি হওয়ায় কোম্পানিটির যন্ত্রপাতির ক্ষেত্রে কারিগরি সমস্যা তৈরি হয়েছে এবং অধিকাংশ যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে না। এসব কারণে কোম্পানিটির টিকে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন নিরীক্ষক।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের হিসাব বছরে এ লোকসান ছিল ১ টাকা ৭৫ পয়সায়।