বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে লেনদেন কমেছে সাড়ে ৬০০ কোটি টাকার বেশি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ০ দশমিক ৯৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। একই সঙ্গে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ বিদায়ী সপ্তাহে ৩ দশমিক ০৪ পয়েন্ট বেড়েছে। তবে অপর সূচক ‘ডিএসই এস’ গেল সপ্তাহে ০ দশমিক ৩৭ পয়েন্ট হারিয়েছে।
সূচকের মিশ্রপ্রতিক্রিয়া সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে। গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে ২ হাজার ২৩৬ কোটি ০৬ লাখ ৭৭ হাজার ৫৯৮ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। যা এর আগের সপ্তাহের তুলনায় ৬৫৭ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকা বা ২২ দশমিক ৭২ শতাংশ কম।
লেনদেন কমলেও গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ১১৪ কোটি ০৪ লাখ ৯৭ হাজার টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ২৬ কোটি ০৩ লাখ ৫৩ হাজার টাকায়।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৮টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৮৪ প্রতিষ্ঠানের। বিপরীতে মাত্র ৪৭ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ৩২ প্রতিষ্ঠান গেল সপ্তাহে শেয়ার লেনদেনে অংশ নেয়নি।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১৪৫ কোটি ৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২০ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া আলহাজ টেক্সটাইলের শেয়ারদর কমেছে ১৭ দশমিক ৫৭ শতাংশ।