1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ এএম

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

দরপতনের শুরু হওয়া পুঁজিবাজারে সপ্তাহ পার হলো ঊর্ধ্বমুখী প্রবণতায়। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। টানা তিন কর্মদিবস দরপতনের পর টানা দুদনি পুঁজিবাজারে উত্থান হলো।

ডিএসইর তথ্য মতে, আজ ডিএসইতে মোট ৫ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ৭৮৯টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন সামান্য বেড়েছে।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক ২ দশমিক ৭৯পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৮টি কোম্পানির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৩১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২০টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টির।

দিন শেষে সিএসইতে ৬ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৭৫৯টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৯৩৬ টাকার ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ