সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন টাকার অংকে লেনদেনের পরিমাণ আরও কমেছে। অপরিবর্তিত ছিল দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১২ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর অপর দুই সূচক ‘ডিএসইএস’ ও ‘ডিএসই-৩০’ সূচক ৩ পয়েন্ট ও ০ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৪৫ ও ২১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে টাকার অংকে ৪১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ৫৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০১টি কোম্পানির শেয়ারদরই আজ অপরিবর্তিত ছিল। শেয়ারদর কমেছে ৩৪টি কোম্পানির। অপরদিকে দর বেড়েছে ৭৫টি কোম্পানির।