1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ফেসভ্যালুর নিচে ৬ ব্যাংকের শেয়ার দর
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২৮ এএম

ফেসভ্যালুর নিচে ৬ ব্যাংকের শেয়ার দর

  • আপডেট সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
world share market-

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় ব্যাংকের শেয়ার দর বর্তমানে ফেসভ্যালুর নিচে রয়েছে। ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এবি ব্যাংক : গত ১১ এপ্রিল বুধবার সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সা দরে এ ব্যাংকের শেয়ার লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৯ টাকা ৮০ পয়সা থেকে ১১ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।

১৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের এবি ব্যাংকের পরিশোধিত মূলধন রয়েছে ৮৬০ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা। সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ব্যাংকটির মোট রিজার্ভ রয়েছে ১ হাজার ৬৯৫ কোটি ৫২ লাখ টাকা। ব্যাংকটির বর্তমান পিই রেশিও ১১.৫১। ব্যাংকটির দীর্ঘমেয়াদী ঋণ রয়েছে ২ হাজার ৯৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা।

১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এবি ব্যাংকের মোট শেয়ারের ৩১ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ০ দশমিক ৫৭ শতাংশ সরকারের কাছে, ২২ দশমিক ৮৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৪৪ দশমিক ০৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : গত ১১ এপ্রিল বুধবার সর্বশেষ ৯ টাকা ৮০ পয়সা দরে এ ব্যাংকের শেয়ার লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৯ টাকা ৮০ পয়সা থেকে ১২ টাকায় ওঠানামা করে।

৩০০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন রয়েছে ১ হাজার ৪৬ কোটি ১ লাখ টাকা। সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ব্যাংকটির মোট রিজার্ভ রয়েছে ৯৮৮ কোটি ৩৭ লাখ টাকা। ব্যাংকটির পিই রেশিও ২.৯২। ব্যাংকটির দীর্ঘমেয়াদী ঋণ রয়েছে ১ হাজার ৫৬৩ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা।

২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোট শেয়ারের ৩২ দশমিক ০২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ১৯ দশমিক ৩১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১ দশমিক ২৫ শতাংশ বিদেশি ও ৪৬ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

গ্লোবাল ইসলামী ব্যাংক : গত ১১ এপ্রিল বুধবার সর্বশেষ ৯ টাকা দরে এ ব্যাংকের শেয়ার লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৯ টাকা থেকে ৯ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।

২০০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন রয়েছে ৯৪০ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা। ব্যাংকটির মোট রিজার্ভ রয়েছে ৭২৪ কোটি ৫৩ লাখ টাকা। ব্যাংকটির পিই রেশিও ৬.৪৩। ব্যাংকটির কোনো ঋণ নেই।

২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির গ্লোবাল ইসলামী ব্যাংকের মোট শেয়ারের ৪৫ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৯ দশমিক ৭৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ২৪ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

আইসিবি ইসলামিক ব্যাংক : গত ১১ এপ্রিল বুধবার সর্বশেষ ৫ টাকা ৪০ পয়সা দরে এ ব্যাংকের শেয়ার লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৩ টাকা ৮০ পয়সা থেকে ৬ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে।

১৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের আইসিবি ইসলামিক ব্যাংকের পরিশোধিত মূলধন রয়েছে ৬৬৪ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকটির রিজার্ভ ঋণাত্বক রয়েছে ১ হাজার ৮৭০ কোটি ১১ লাখ টাকা। ব্যাংকটির পিই রেশিও জানা যায়নি। ব্যাংকটির দীর্ঘমেয়াদী ঋণ রয়েছে ৪৭৯ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির আইসিবি ইসলামিক ব্যাংকের মোট শেয়ারের ৫২ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ০ দশমিক ১৭ শতাংশ সরকারের, ২১ দশমিক ৬১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ২৫ দশমিক ৪৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক : গত ১১ এপ্রিল বুধবার সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে এ ব্যাংকের শেয়ার লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৮ টাকা ৭০ পয়সা থেকে ৯ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।

১৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিশোধিত মূলধন রয়েছে ১ হাজার ৬২ কোটি টাকা। সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ব্যাংকটির মোট রিজার্ভ রয়েছে ৬৬৩ কোটি ২৫ লাখ টাকা। ব্যাংকটির পিই রেশিও ১১.৭৩। ব্যাংকটির কোনো ঋণ নেই।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির স্ট্যান্ডার্ড ব্যাংকের মোট শেয়ারের ৩৬ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২৮ দশমিক ২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০ দশমিক ৩৮ শতাংশ বিদেশি ও ৩৫ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

ইউনিয়ন ব্যাংক : গত ১১ এপ্রিল বুধবার সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সা দরে এ ব্যাংকের শেয়ার লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৯ টাকা ২০ পয়সা থেকে ১২ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে।

২০০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের ইউনিয়ন ব্যাংকের পরিশোধিত মূলধন রয়েছে ৯৮৬ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা। সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস (পেন্ডিং) লভ্যাংশ দিয়েছিল। ব্যাংকটির মোট রিজার্ভ রয়েছে ২৩ কোটি ২২ লাখ টাকা। ব্যাংকটির পিই রেশিও ১০.৫৭। ব্যাংকটির দীর্ঘমেয়াদী ঋণ রয়েছে ১ হাজার ৩ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির ইউনিয়ন ব্যাংকের মোট শেয়ারের ৫৬ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ১০ দশমিক ৫৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৩২ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ