1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বারাকা পাওয়ারের দেড় কোটি শেয়ারের বিক্রির ঘোষনা
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ পিএম

বারাকা পাওয়ারের দেড় কোটি শেয়ারের বিক্রির ঘোষনা

  • আপডেট সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
Baraka Power--

শেয়ারবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ারের তিন পরিচালক ১ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ২৩৬টি শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে ওই পরিমান শেয়ার কোম্পানির দুই কর্পোরেট পরিচালক ক্রয়ের ঘোষনা দিয়েছে।

অপরদিকে কোম্পানিটির আরেক কর্পোরেট পরিচালক ১০ লাখ ৪৫ হাজার ৯৫৮টি শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বারাকা পাওয়ারের পরিচালক মো আহসানুল কবির, ফয়সাল আহমেদ চৌধুরী এবং নানু কাজী মোহাম্মদ মিয়া যথাক্রমে ৪৭ লাখ ১২ হাজার ৯৪৮টি, ৪৮ লাখ ৯৪ হাজার ১২২টি এবং ৪৭ লাখ ১০ হাজার ১৬৬টি শেয়ার বিক্রি করার ঘোষনা দিয়েছে।

অন্যদিকে, কর্পোরেট পরিচালক এনআরবি ভেঞ্চারস (প্রা.) লিমিটেড এবং ফিউশন হোল্ডিংস (প্রাইভেট) লিমিটেড বর্তমান বাজার দরে (ব্লক মার্কেটে) যথাক্রমে ৪০ লাখ ২৯ হাজার ২৪৪টি এবং ১ কোটি ২ লাখ ৮৭ হাজার ৯৯২টি শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছে। যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করতে হবে।

আরেক কর্পোরেট পরিচালক কর্ণফুলী হারবার লিমিটেড বারাকা পাওয়ারের ৬২ লাখ ৬৯ হাজার ৪৫১টি শেয়ারের মধ্যে ১০ লাখ ৪৫ হাজার ৯৫৮টি শেয়ার বর্তমান বাজার দরে (ব্লক মার্কেটে) বিক্রয়ের ঘোষণা দিয়েছে। যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রয় সম্পন্ন করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ