1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আজও শেয়ারবাজারে পতন
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২১ এএম

আজও শেয়ারবাজারে পতন

  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৮ পয়েন্টে।

এদিকে ডিএসইতে লেনদেনও তলানিতে নেমেছে। ডিএসইতে আজ ২৫৪ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২৭ কোটি ১৭ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৮১ কোটি ৫৬ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৪৭ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ