1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
অস্তিত্ব সংকটে জুট স্পিনার্স : শেয়ার দর উচ্চ
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ পিএম

অস্তিত্ব সংকটে জুট স্পিনার্স : শেয়ার দর উচ্চ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
Jute-Sipinurs-2

শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের সমস্যার কোন শেষ নাই। যাতে কোম্পানিটির ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। তারপরেও স্বল্পমূলধনী হওয়ায় কোম্পানিটির শেয়ার দর অনেক মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির থেকে বেশি।

নিরীক্ষক জানিয়েছেন, জুট স্পিনার্সের ২০২১-২২ অর্থবছরে ৭ কোটি ৬২ লাখ টাকা লোকসান হয়েছে। এতে করে কোম্পানিটির পূঞ্জীভুত লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৭৬ কোটি ২৩ লাখ টাকায়।

ওই কোম্পানিটির চলতি দায় বেড়ে দাঁড়িয়েছে ৭৭ কোটি ৩২ লাখ টাকায়। যা কোম্পানিটির মোট সম্পত্তির তুলনায় ৪৭ কোটি ৬৩ লাখ টাকা বেশি। অর্থাৎ কোম্পানিটির পক্ষে বর্তমানে দায় মেটানোর সক্ষমতা নেই।

এদিকে কোম্পানিটির বিরুদ্ধে ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নিয়েছে জনতা ব্যাংকের লোকাল শাখা কর্তৃপক্ষ। কোম্পানিটির কাছে ব্যাংকের পাওনা ৪৮ কোটি টাকা। তবে জুট স্পিনার্স কর্তৃপক্ষ ওই ঋণ পূণ:তফসিলের জন্য ২০২১-২২ অর্থবছরে ১ কোটি টাকা দিলেও ব্যাংক কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি।

এছাড়া জুট স্পিনার্সে শ্রমিক অসন্তোষ, পাওনাদারের টাকা পরিশোধে অক্ষমতা, মূল ফাইন্যান্সিয়াল বিষয়গুলো খারাপ অবস্থায় চলে যাওয়া, দীর্ঘ কয়েক বছর ধরে লভ্যাংশ প্রদান না করা, নতুন পণ্য বাজারজাতকরনে অর্থের যোগান দেওয়ার ক্ষেত্রে অক্ষমতা, ধারাবাহিক উৎপাদনে না থাকা, গ্রাহক কমে আসা, দক্ষ ম্যানেজমেন্টের অভাব ও নিয়মিত ঋণাত্মক সম্পদ বৃদ্ধির মতো সমস্যা তৈরী হয়েছে।

যা কোম্পানিটির ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

জুট স্পিনার্সের ব্যবসা এমন ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও বুধবার (২৯ মার্চ) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৪২.৯০ টাকায়। এর পেছনে কারন হিসেবে রয়েছে কোম্পানিটির পরিশোধিত মূলধন কম। এ কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ১ কোটি ৭০ লাখ টাকা।

উল্লেখ্য, ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জুট স্পিনার্সে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬০.১৮ শতাংশ। যে কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথমার্ধে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ২৪.২১ টাকা লোকসান হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ