পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্লেসমেন্টহোল্ডার ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেড কোম্পানিটির ২৯ লাখ ৫৮ হাজার ৯০২টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে জ্বালানি খাতের কোম্পানিটি।
প্রাপ্ত তথ্যমতে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের কাছে বর্তমানে কোম্পানিটির মোট ৩১ লাখ ৯৫ হাজার ৬১৪টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে ঘোষিত শেয়ার ডিএসইর মূল মার্কেট ও ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান দরে বিক্রি করা হবে। এক্ষেত্রে মূল মার্কেটের মাধ্যমে ১৪ লাখ ৫৮ হাজার ৯০২ ও ব্লক মার্কেটের মাধ্যমে ১৫ লাখ শেয়ার বিক্রি সিদ্ধান্ত নিয়েছে এ প্লেসমেন্টহোল্ডার।
উল্লেখ্য, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একই সঙ্গে ইন্ট্রাকো ন্যাচারাল গ্যস স্টেশনেরও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।
ডিএসইতে গতকাল ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩২ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৯ টাকা ৪০ পয়সা থেকে ৫২ টাকার মধ্যে ওঠানামা করেছে।