1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
স্মার্ট পণ্য নিয়ে বাংলাদেশ বিজনেস সামিটে ওয়ালটন
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ এএম

স্মার্ট পণ্য নিয়ে বাংলাদেশ বিজনেস সামিটে ওয়ালটন

  • আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
walton-smart

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩। এফবিসিসিআই আয়োজিত এই সামিটে শীর্ষস্থানীয় বেশকিছু কোম্পানি পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে আন্তর্জাতিকমানের অত্যাধুনিক স্মার্ট পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন পিএলসি।

বিজনেস সামিটের প্যাভিলিয়নে কোম্পানির পণ্য দেশি-বিদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও দর্শনার্থীদের আকৃষ্ট করছে। বাংলাদেশ বিজনেস সামিট ঘুরে এমনটি জানা গেছে।

ওয়ালটন প্যাভিলিয়নে গিয়ে দেখা গেছে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস, অত্যাধুনিক প্রযুক্তির প্যাসেঞ্জার ও কার্গো লিফট, স্মার্ট টেলিভিশন, স্মার্ট ফোন, ল্যাপটপসহ আইসিটির নতুন অত্যাধুনিক স্মার্ট পণ্য প্রদর্শন করা হয়েছে। কনজ্যুমার গুডসের পাশাপাশি মাস্টারব্যাচ (রঙিন পণ্য তৈরি করতে ব্যবহার করা হয়), ফাস্টেনার, পিবিসি বোর্ড, ম্যাগনেট কম্পোনেন্ট, হট মেল্ট গ্লু, পিইটি বেল্ট, নাট, বোল্ট, স্ক্রুসহ ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস প্রদর্শন করা হয়েছে মেলায়। পণ্য উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপোর্ট বা মেশিনারিজ, যন্ত্রাংশ ও অন্যান্য সেবা প্রদানকেই ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস বোঝানো হয়।

ওয়ালটন রেফ্রিজারেটর দেশের গন্ডি পেরিয়ে বিদেশিদেরকেও আকৃষ্ট করছে। বিজনেস সামিটে ওয়ালটনের আপকামিং নতুন আন্তর্জাতিকমানের স্মার্ট রেফ্রিজারেটর প্রদর্শন করা হয়েছে। এসব রেফ্রিজারেটরের রয়েছে বিশেষ চাহিদা। আপকামিং মডেলের মধ্যে রয়েছে টু ইন কুলিং সিস্টেমের ৬৫৬ লিটারের মাল্টিকালার ডোরের রেফ্রিজারেটর। এতে ইন্টারনেট ব্যবহার করে অফিসে থেকেও বাসা-বাড়িতে এই রেফ্রিজারেটর নজরদারি ও নিয়ন্ত্রণ করা যায়।

ওয়ালটন পিএলসি মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক ইমাম হোসেন বলেন, ওয়ালটন সব সময় মানসম্পন্ন পণ্য উৎপাদন করে। আর বিজনেস সামিটে আপকামিং মডেলের আইওটি টেকনোলজির রেফ্রিজারেটরসহ আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য প্রদর্শন করা হয়েছে। ফোর ডোর বিশিষ্ট রেফ্রিজারেটরে রয়েছে ওয়াটার ডিসপেনসেবল সিস্টেম।

ওয়ালটনের কর্মকর্তারা জানান, এসব আপকামিং মডেলের রেফ্রিজারেটর গ্রাহকের চাহিদা অনুয়ায়ী কালার করার সুযোগ রয়েছে। গ্রাহক তার পছন্দমতো কালার নির্ধারণ করলে সে অনুযায়ী উৎপাদন করে দিতে পারবে ওয়ালটন। সেক্ষেত্রে গ্রাহককে ন্যূনতম এক সপ্তাহ সময় দিতে হবে।

জানা গেছে, বিজনেস সামিট শুরুর প্রথম দিন শনিবার (১১ মার্চ) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিদেশি ব্যবসায়ীরা ওয়ালটনের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিনেও দেশি-বিদেশি ব্যবসায়ীদের ওয়ালটনের প্যাভিলিয়ন প্রদর্শন করতে দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, দেশের ইলেক্ট্রনিক্স খাতে দীর্ঘদিন ধরেই সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে ওয়ালটন। দেশের মানুষের মন জয় করার পর এবার বিদেশিদেরও আকৃষ্ট করছে ওয়ালটন পণ্য। এর ধারাবাহিকতায় বিজনেস সামিটে ওয়ালটনের পণ্য দেখতে আসছে দেশি-বিদেশি ব্যবসায়ীরা।

বাংলাদেশ বিজনেস সামিট সোমবার (১৩ মার্চ) সমাপনী ঘোষণা করা হবে। এই বিজনেস সামিটে প্রতিদিনই নানা ধরনের সেমিনারের আয়োজন রয়েছে। সামিটে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ ৭টি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিশ্বের ১৭টির বেশি দেশ থেকে দুই শতাধিক বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিদল উপস্থিত থাকার কথা রয়েছে এই মিলনমেলায়। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ বৃদ্ধিতে এই সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ