পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা সু ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানিটি ২০১৯ সালের তৃতীয় প্রান্তিক ও ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত সময়ের রিটেইনড আর্নিংসের ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে শেয়ার প্রতি আয় করেছে ২৪ টাকা ০৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ৩৬০ টাকা ৬৭ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ ডিসেম্বর।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম